• The Government of the Peoples Republic of Bangladesh

করোনাযুদ্ধে স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখার সাব ইন্সপেক্টর এর মৃত্যুতে অতিরিক্ত আইজি মহোদয়ের শোক

image-148707-1588314150.jpg করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জীবন দিলেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সদস্য। করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত সাব ইন্সপেক্টর নাজির উদ্দিনের অকাল মৃত্যুতে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি জনাব মীর শহীদুল ইসলাম বিপিএম (বার), পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে অতিরিক্ত আইজি মহোদয় বলেন, দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার প্রথম দিন থেকেই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে নিরলসভাবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় জীবন উৎসর্গ করলেন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত এসআই নাজির উদ্দিন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি দেশের কল্যাণ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তিনি, তা বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। অতিরিক্ত আইজি মহোদয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, স্পেশাল ব্রাঞ্চ এই পুলিশ পরিবারের পাশে থাকবে। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া স্পেশাল ব্রাঞ্চের এ পর্যন্ত আক্রান্ত ৫৫ পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসা ও সেবায‌ত্নে স‌র্বোচ্চ অগ্রা‌ধিকা‌রের কথাও পুনর্ব্যক্ত ক‌রেন তিনি।