• The Government of the Peoples Republic of Bangladesh

এসবি প্রধান এবং মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

sb011.jpeg গত ১২ মে, দুপুর ০২:০০ টা ০৩:১৫ ঘটিকা পর্যন্ত মান্যবর জনাব পিটার ডি হ্যাস, মার্কিন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য মাননীয় এসবি প্রধান মো: মনিরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের দফতরে আগমন করেন।
রাষ্ট্রদুত মহোদয়ের সাথে রডনি কলিন্স, আর এস ও নাবিল মাহমুদ সি: ইনভেস্টিগেটর, ইউএস দূতাবাস উপস্থিত ছিলেন। মোনালিসা বেগম, বিশেষ পুলিশ সুপার, ডিপ্লোম্যাটিক এন্ড প্রোটোকল উইং অতিথিদের স্বাগত জানান। মান্যবর রাষ্ট্রদূত ও এসবি প্রধান মহোদয় বিভিন্ন বিষয় সম্পর্কে দীর্ঘ সময় একান্তে আলোচনা করেন। সভাটি অত্যন্ত নিবিড় ও ফলপ্রসূ হয়। মান্যবর রাষ্ট্রদূত গুলশান ডিপ্লোমেটিক এলাকার নিরাপত্তা নিশ্চিতকরন তথা সার্বিক কার্যক্রমে এসবির নিরন্তর সহায়তার ভূয়সী প্রশংসা করেন। অন্যান্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মহোদয় তথ্য বিনিময়ে পারস্পরিক সহায়তার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন। কাজের মান উন্নয়নের জন্য মার্কিন দূতাবাস কর্তৃক প্রশিক্ষণের আয়োজন সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্মারক বিনিময় চা চক্র শেষে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখার প্রত্যাশায় সভার সমাপ্তি ঘটে।